বড়শুল কিশোর সংঘের শ্যামাপূজার উদ্বোধনী অনুষ্ঠিত হল।

নূর আহমেদ : ১১নভেম্বর, শনিবার বড়শুল কিশোর সংঘের ৩৮ তম শ্যামাপূজার মন্ডপ ও প্রতিমা উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ৩০০ জন মহিলাকে নতুন শাড়ি বিতরন ও শক্তিগড় থানার ৫৩ জন সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ বন্ধুদের দূর্ঘটনা জনিত বীমা শংসাপত্র প্রদান করা। অনুষ্ঠানের শুরুতেই হরবোলা শিল্পী সেখ শামিমের পুতুল নিয়ে বিভিন্ন রকমের হরবোলা মানুষকে আনন্দ দেয়। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান মহিলা থানার ইন্সপেক্টর-ইন- চার্জ বনানী রায়, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবদীপ রায়, শক্তিগড় থানার সাব ইন্সপেক্টর সুজিত মজুমদার, মহিলা থানার সাব ইন্সপেক্টর অন্যন্যা সাহা, বর্ধমান বড়শুল ২ পঞ্চায়েত প্রধান রমেশ চন্দ্র সরকার, উপ প্রধান নাজিরা বেগম, বিশিষ্ট সমাজসেবী বুলু পরামানিক সহ অনেক গুনিজন। বিধায়ক নিশীথ কুমার মালিক, মহিলা থানার আইসি বনানী রায় ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবদীপ রায় তাদের বক্তব্যে বলেন পশ্চিমবঙ্গে এই প্রথম কোনো ক্লাব সংগঠন সিভিক ভলেন্টিয়ারদের দূর্ঘটনা জনিত বীমা করিয়ে দিয়েছে। সারা বছর বড়শুল কিশোর সংঘ যেভাবে মানুষের পাশে থেকে মানবিক ও সামাজিক কর্মসূচির করে তার ভূয়সী প্রশংসা করেন। ক্লাবের সভাপতি প্রবীর কুমার দাঁ ও সম্পাদক পার্থ ঘোষ বলেন এই অনুষ্ঠান থেকে আমরা এলাকার মা – বোনেদের ৩০০ শাড়ি তুলে দিলাম এবং পাঁচ বছরের জন্য সিভিক ভলেন্টিয়ারদের দূর্ঘটনা জনিত বীমা করে দেওয়া হবে কথা দেওয়া হয়েছিলো তাই দ্বিতীয় বছরের শংসাপত্র আজকে তুলে দেওয়া হলো। এছাড়াও ক্লাবের সভাপতি ও সম্পাদক বলেন মানুষ হাসতে ভুলে গেছেন তাই একজন হরবোলা শিল্পীর সহযোগিতায় কিছুটা আনন্দ ও হাসি ফোটানোর জন্য এই আয়োজন।পার্থ বাবু আরও বলেন শ্যামাপূজা উপলক্ষে আগামী মঙ্গলবার ও বুধবার দুদিন ধরে বহিরাগত ও স্থানীয় শিল্পী সম্বন্নয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।