|
---|
ডায়মন্ড হারবারের তৃণমুল প্রার্থী পান্নালাল হালদার এর ভোট প্রচার শুরু
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: সামনে ২০২১শে বিধানসভা যতই এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ ততই বৃদ্ধি পাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পান্নালাল হালদার আজ ডায়মন হারবার 1 নম্বর ব্লকের অন্তর্গত দিয়ারক অঞ্চলের গঠুরা থেকে শুরু করে নবসংগ্রামপুর এর বিভিন্ন বুথে যেমন উত্তর দিয়ারক, রধাবল্লভপুর সহ তালডাঙ্গার সমস্ত বুথের মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন এর মাধ্যমে ও গরীব অসহায় মানুষের সুখ দুঃখের কথা শুনলেন পান্নালাল হালদার এবং তাদের কে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় বার সরকার গঠন করলে আরও বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করবে। বিজেপি সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তথা এই রাজ্য কে ভাঙার চেষ্টা করছে এদের থেকে রুখতে এবং দিদির হাতকে শক্তিশালী করতে তৃণমুল কংগ্রেসের ভোট দিতে আহ্বান করেন।
সঙ্গে উপস্তিত ছিলেন ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের তৃণমুল কংগ্রেসের সভাপতি তথা ডা: হা: পৌরসভার অবজারভার গৌতম অধিকারী, দ:২৪প: তৃণমুল ছাত্র ইউনিয়নের সভাপতি অমিত শাহ,দ: ২৪প: জেলা পরিষদ সদস্যা মনমোহিনি বিশ্বাস এবং অঞ্চল নেতৃত্ব সুবিদ আলী লস্কর, সহ অঞ্চলের সকল বুথের সদস্য ও শতাধিক কর্মী সমর্থন ।