|
---|
নূর আহমেদ,মেমারি : ২ মার্চ,শনিবার সকালে মেমারি বামুনপাড়া মোড়ে রিলায়েন্স স্মার্ট বাজারে উদ্বোধন হয়। উদ্বোধন করেন যুথিকা হাজরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সিরিয়ালের অভিনেত্রী অন্বেষা হাজরা। মার্কেটের কর্ণধার রামকৃষ্ণ হাজরা বলেন মেমারি শহরে দিন দিন আধুনিক হচ্ছে। স্মার্ট বাজার শপিং মল শহরে নতুন পালক। এখানে ভবিষ্যতে আইনক্স মাল্টিপ্লেক্স হবে। স্মার্ট বাজারের উদ্বোধনের ফলে এলাকার মানুষের সারাদিন ধরে উপচে পড়া ভিড় রয়েছে।