|
---|
মিজানুল কবির, নতুন গতি, কোলকাতা :দীর্ঘ প্রতিক্ষার পর স্টাফ সিলেকশন কমিশনের কমবাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন ২০১৮ এর বিজ্ঞপ্তি জারি হল শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক। তবে ডাটা এন্ট্রি পদের বেলায় আপনাকে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে গণিত সহ পাশ করতে হবে।
এক্ষুনি আবেদন করতে পারেন। যেসব পদে লোক নেওয়া হবে।
১)লোয়ার ডিভিশন ক্লার্ক ( বেতনক্রম ৫২০০-২০২০০, গ্রেডপে ১৯০০)
২)পোস্টাল এসিস্ট্যান্ট
(বেতনক্রম ৫২০০-২০২০০, গ্রেডপে ২৪০০)
৩) ডাটা এনট্রি অপারেটর -ডিইও( বেতনক্রম ৫২০০-২০২০০,গ্রেডপে ২৪০০)
৪) ডাটা এন্ট্রি অপারেটর -গ্রেড এ ( বেতনক্রম ৫০০০-২০২০০, গ্রেডপে ২৪০০)
বয়সের সময়সীমা ০১-০৮-২০১৯ অনুসারে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।এসসি -এস্টির বেলায় ৩ বছর,ওবিসি ৩ বছর এবং পিডাব্লুডি এর বেলায় ১০ বছর ছাড় পাবেন।
আবেদন করার সময় www.ssc.nic.in এ গিয়ে ইমেল আইডি- মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।তারপরে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে লগইন করে সমস্ত তথ্য ফিলআপ করে ফোটো- সিগনেচার স্ক্যান করে আপ্লোড করার পর ফি জমা করতে হবে।
আবেদন করার জন্য আপনাকে ১০০ টা ফি বাবদ জমা করতে হবে। ফি অনলাইনে ডেবিট,ইউপিয়াই কিংবা অফলাইনে সরারসরি স্টেট ব্যাংকের শাখায় গিয়ে জমা করতে পারেন।
আবেদনের শেষ তারিখ – ০৫-০৩-২০১৯
ফি জমা দেওয়ার শেষ তারিখ- ০৭-০৪-২০১৯
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৪ টি পরিক্ষাকেন্দ্র দেওয়া হয়েছে। প্রার্থীরা আসানসোল,হুগলী, কলকাতা,শিলিগুড়ি কেন্দ্র গুলো পছন্দমত মত বেছে নিতে পারেন।
পরীক্ষা হবে তিনটি ধাপে ১)টায়ার ওয়ান – কম্পিউটার বেসড টেস্ট। এটাই অঅব্জেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। ইংলিশ ল্যাংগুয়েজ, জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ানটিটেটিভ এপিটিউড, জেনারেল এয়োরনেশ থেকে ২৫ টি করে দুই নম্বরের মোট ১০০ টি প্রশ্ন থাকবে।
২)টায়ার টু – ডেস্ক্রিপ্টিভ পেপার
৩)স্কিল/টাইপিং টেস্ট
পরীক্ষার তারিখ ঃ টায়ার ওয়ান– ০১-০৭-২০১৯ থেকে ২৬-০৯-২০১৯ তারিখের মধ্যে।
টায়ার টু — ২৯-০৯-২০১৯ তারিখ।