|
---|
মিজানুল কবির, নতুন গতি, কলকাতা ঃ দীর্ঘকয়েক বছর পরে প্রকাশিত হল আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি। শূন্যপদ রয়েছে ২৯৫৪ টি। বেতনক্রম ৭১০০ -৩৭৬০০,গ্রেডপে -৩৬০০।নিয়োগ হবে নারি ও শিশু কল্যান দপ্তরের অধীনে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষা নিতে চলেছে।
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ মহিলারা শুধুমাত্র আবেদন করতে পারবেন।আবেদন শুরু হবে আগামী ১৪ই মার্চ ২০১৯ থেকে । আবেদন চলবে ১৬ই এপ্রিল ২০১৯ পর্যন্ত। পরীক্ষার তারিখ ও সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়নি।পরীক্ষা হবে তিনটি ধাপে প্রিলিমিনারি,মেইন্স ও ইন্টারভিউ ।প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরের,প্রশ্ন হবে অব্জেক্টিভ ধরনের।
মেইন্স হবে ডেসক্রিপটিভ ৪০০ নম্বরের এবং অবশেষে রয়েছে ৫০ নম্বরের ইন্টারভিউ। নিয়োগ হবে দ্বিতীয় ও তৃতীয় ধাপে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে । আবেদনের জন্য www.pscwbaplication.in ওয়েবসাইটে গিয়ে রেজিশট্রেশন করে আবেদন করতে হবে । ফি বাবদ ১৬০ টাকা অনলাইনে নেট ব্যাঙ্কিং ,ডেবিটকার্ড কিংবা অফলাইনে ব্যাঙ্কে চালানের মাধ্যমে জমা দিতে পারেন।
বয়সের উর্ধসীমা ০১/০১/২০১৯ ধরে ৩৯ হতে হবে।এসসি,এসটিদের ক্ষেত্রে ৩ এবং ওবিসি প্রার্থী দের ক্ষেত্রে ৫ বছর বয়সে ছাড় আছে।