|
---|
নূর আহমেদ : এবার মেমারি শহরে পূর্ব বর্ধমান জেলা প্রথম ডিভিশন ফুটবল লীগ ২০২৩ হতে চলেছে মেমারি স্টেডিয়ামে। বর্ধমান ডিসট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও মেমারি পৌরসভার আয়োজনে আগামী ১৬ জুলাই থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হবে মেমারিতে। প্রতিদিন দুপুর ২-৩০ মিনিটে নির্ধারিত সূচী অনুসারে মেমারি স্টেডিয়ামে খেলা হবে।বুধবার মেমারি স্টেডিয়ামের সভাঘরে পৌরসভার সমস্ত কাউন্সিলরদের নিয়ে খেলা পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়। এদিন চেয়ারম্যান স্বপন বিষয়ী জানান, শতবর্ষ প্রাচীন বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে এই প্রথমবার জেলা শহর বর্ধমানের বাইরে ফুটবল লীগ প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে। বর্ধমান সদরের ফুটবল খেলা গুলি মেমারি স্টেভিয়ামে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রথম উদ্যোগ নেন খেলা প্রেমী ব্যাক্তিত্ব অতিরিক্ত জেলাশাসক সাধারণ সুপ্রিয় অধিকারী।জানা যায় পূর্ব বর্ধমান জেলা প্রথম ডিভিশন ফুটবল লীগে তরুণ স্পোর্টিং ক্লাব, জয়যাত্রী সংঘ রসুলপুর, বর্ধামান কালীতলা অ্যাথলেটিক ক্লাব, জাতীয় সংঘ, চৌরঙ্গী ক্লাব, সেন্টার অফ ইয়ং সোসাইটি, বি ওয়াই এম এ ও রতন স্মৃতি সংঘ অংশগ্রহণ করবে। প্রতিটি খেলা দেখার জন্য কোন প্রবেশ মূল্য লাগবে না বলে জানা যায়।