|
---|
সেখ সামসুদ্দিনঃ মেমারি ১ ব্লকের নিমো ২ গ্রাম পঞ্চায়েতের ২৪ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৩, সিপিআইএম ৭ বিজেপি ২ ও নির্দল ২টি আসনে জয় লাভ করে। তৃণমূলের জয়ী প্রার্থীরা হলেন ববিতা বিশ্বাস, রথীন্দ্রনাথ বিশ্বাস, সমীর মালিক, সুমিত্রা ঘোষ, শেখ আব্দুর রহমান, ইয়াসমিনা খাতুন, রঞ্জিত মন্ডল, বিবেকানন্দ মন্ডল, মফিজুল রহমান, পিন্টু সাঁতরা, চন্দ্রানী ঢালী, জয়ন্ত মুর্মু। ১২,১৩, ১৪, ১৫, ১৭, ২০, ২১ নম্বর আসনে সিপিআইএমের জয়ী প্রার্থীরা হলেন অন্তরা দত্ত, হায়দার আলী মন্ডল, রানা ক্ষেত্রপাল, সুবর্ণা রুইদাস, চম্পা হেমব্রম, বৈশাখী রায়, অনিমেষ রায়। পঞ্চায়েতের ২, ৮, ১১ নম্বর আসনে জয়ী বিজেপি প্রার্থীরা হলেন বুলটি জানা, শম্পা বিশ্বাস ও সোনিকা রানী দত্ত। পঞ্চায়েতের ১৮ ও ১৯ নম্বর আসনের নির্দল জয়ী প্রার্থীরা হলেন নাজিরা খাতুন ও বুদন রায়।