পঞ্চায়েতে পাহাড়ে দখল নিল ভারতীয় গোরখা প্রজাতান্ত্রিক মোর্চা

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং : এবারে পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল আনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার। সুদীর্ঘ বছর পর পাহাড়ে এবার পঞ্চায়েত নির্বাচন হয়েছে। মোটামুটি শান্তিপূর্ণভাবেই পাহাড়ে নির্বাচন হয়েছে। আজ ছিল পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা, নির্বাচনের ফল ঘোষণা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার জয়ী হবার খবর আস্তে থাকে। হামারও, পার্টি নির্দল সহ অন্যান্য দল গুলি দু-একটা সিট জিতলেও , পাহাড়ে অগ্রাধিকার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার। এই জয়ের পর আনীত থাপা অত্যন্ত খুশি। তিনি জানান আগে জিটিএ ছিল, এবার পঞ্চায়েত আসার পর কাজ করতে সুবিধা হবে বলে তিনি জানান। উল্লেখ্য দার্জিলিং এর ৭০ টি পঞ্চায়েত আসন রয়েছে অপরদিকে কালিংপং এ ৪২ টি পঞ্চায়েত আসন রয়েছে।