|
---|
আর.এ.মন্ডল : ভারতের ঐতিহ্যমণ্ডিত জমিয়াতে উলামায়ে হিন্দ তার আদর্শের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে গতকাল ২৭ জুন বিগত বছর দিল্লির দাঙ্গা হাঙ্গামায় দুষ্কৃতী দ্বারা ভস্মীভূত করে দেওয়া উত্তর পূর্ব দিল্লির ফারুকিয়া মসজিদের পাশ্ববর্তী বোরিজপুর সেতুর কাছে একটি দোকানের পুনঃনির্মাণের কাজ সম্পন্ন করা হয়। যোহর নামাজবাদ ঐ দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জমিয়তে উলামায়ে হিন্দ-এর সাধারণ সম্পাদক মাওলানা হাকিম উদ্দিন কাসমি, মাওলানা গয়্যুর আহমদ কাসমি, মাওলানা আখলাক কাসমী, মাওলানা শাকিল কাসমী, হাজী ফখরুদ্দিন ও মুফতি মুহাম্মদ তাহির সাহেব (ইমাম এবং খতিব ফারুকিয়া মসজিদ) প্রমুখ।
দোকানের মালিক চাঁদ ভাই কৃতজ্ঞতায় অধীর হয়ে জমিয়তে উলামায়ে হিন্দ-র সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানীকে ধন্যবাদ জানিয়ে বলেন যে,-” তিনি প্রথম থেকেই আমাদের সকলের খেয়াল রেখেছেন ও খোঁজ নিয়েছেন এবং সর্বদা আমাদের অর্থ ও উৎসাহ দিয়ে সাহায্য করেছেন।দাঙ্গায় ক্ষতিগ্রস্ত জাতি ধর্ম নির্বিশেষে আজও আমাদের পাশে রয়েছেন।”
এ উপলক্ষে মাওলানা হাকিমউদ্দীন কাসমি বলেন যে,-” জমিয়তে উলামায়ে হিন্দের মহাসচিব মাওলানা মাহমুদ মাদানীর নেতৃত্বে এখানে যে সহযোগিতা, পুনর্বাসন ও পুনঃনির্মাণ এর যা কাজ হয়েছে তা কেবলমাত্র আল্লাহর অনুগ্রহে সম্ভব হয়েছে । এই সংস্থা কেবল ত্রাণই দেয় না, ক্ষতিগ্রস্থদের মধ্যে আস্থা ও উৎসাহ জাগায়। এজন্য আমরা শুধু মাত্র অস্থায়ীভাবে সহায়তার জন্য আর্থিক সহায়তাই দেয়া হয় না বরং ক্ষতিগ্রস্থদের পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করাও হচ্ছে। এছাড়াও দাঙ্গাপিড়ীত ব্যক্তিদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য এ পর্যন্ত জামিয়ত উলামা ৩৪৮ টি মামলা লড়েছে। সর্বশেষ ২৬৫ টি মামলায় অভিযুক্তরা জামিন পেয়েছেন।