সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাষ্টের বারাসাতে সিরাতুন নবী (সঃ) সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠিত হলো৷

সংবাদদাতাঃ বারাসাত তিতুমির সভাকক্ষে সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাষ্টের বারাসাত মহাকুমা কমিটির আয়োজনে সিরাতুন নবী (সঃ) সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। হাফেজ মোঃ মুহিউদ্দিন মন্ডল কেরাত ও হাফেজ সাজ্জাদ আলির গজলের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।এদিনের সেমিনারে “শিক্ষা গৌরব সম্পদ” সম্মানে সম্মানীত হন বুড়িরপুকুর দারুল উলুম খারেজী মাদ্রাসার শিক্ষক হাফেজ কারী মাওলানা গোলাম মোহঃ নিজামুদ্দিন কাসেমী সাহেব। বারাসাত মহাকুমা কমিটির সম্পাদক সেখ ওয়াসিম আকতার সাগত ভাষন দিয়ে সেমিনারের কার্য শুরু করেন। সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান সাহেব “মানবতার মূর্ত প্রতীক হজরত মোহাম্মদ (সঃ) ” সেমিনারের শীর্ষক বিষয়ে বিস্তারীত আলোচনা করেন। মহাকুমা কমিটির সভাপতি শিক্ষক মাহমুদুল হক সাহেব বলেন, নবী সঃ এর কর্ম জীবন, পারিবারিক জীবন আমাদের বাস্তব জীবনে রূপ দিতে হবে। এছাড়া বক্তব্য রাখেন, সিরাতের রাজ্য কমিটির কর্যকরী সভাপতি হেকিম আব্দুল আজিজ আনসারী, সিথিবড়া জামিয়া আরাবীয়া দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা রওশান সাহেব। সেখ আবু তালেব, প্রবীণ শিক্ষক, বারাসাত ওয়াকফ পরিষেবা কেন্দ্রের কর্ণধর জনাব রওশান আলি, রাওতাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক জিয়াউল হক, বারাকপুর কমিটির সেখ সাবির আলি, মোহামেডান ফ্যান্স ক্লাবের সম্পাদক রাকিবুল ইসলাম, বামুনগাছি মসজিদের ইমাম মোঃ সমিরুদ্দিন মন্ডল, শিক্ষক সাজাহান মন্ডল, সেমিনারে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক, সিরাতের অবজারভার সেখ আবু তালেব সাহেব,কষাধক্ষ্য সাহাবুদ্দিন মন্ডল, সঞ্চালনা করেন রিয়াজুল ইসলাম। হজরত সুমাইয়া গার্লস মাদ্রাসার সম্পাদক হাফেজ মাওলানা নাসিরুদ্দিন সাহেবের দোয়ার মাধ্যমে সেমিনারের কাজ সমাপ্ত হয়।