|
---|
আজিজুর রহমান,গলসি : পুরসা অগ্রগামী যুব সংঘের ফুটবল খেলায় জয়ী হল দুর্গাপুর আইএন দিশারী সংঘ। এদিন তারা কালনা আরিয়ান একাদশের ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌছায়। খেলার শুরুর ৪ মিনিটি দুর্গাপুর আই এন দিশারী সংঘের অনিল সিং গোল করে দলকে এগিয়ে দেন। আক্রমণ প্রতি আক্রমণে খেলা বেশ জমে উঠে। কালনা আরিয়ান একাদশ গোল পরিশোধ করতে বেশ কয়েকটি সুযোগও পায়। তবে তারা সুযোগ ঠিকঠাক কাজে লাগাতে পারেনি। ফলে প্রথম অর্ধে দুর্গাপুর আইএন দিশারী ১-০ গোলে এগিয়ে ছিল।
দ্বিতীয় অর্ধে কালনা আরিয়ান গোল পরিশোধের মরিয়া প্রচেষ্টা চালিয়ে যায়। কাউন্টার আক্রমনে দূর্গাপুর কিছু কম যায়নি। খেলা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শকরা। ঠিক ৫৪ মিনিটে ও ৫৭ মিনিটে দুর্গাপুরের খেলোয়াড় অনিল সিং প্রায় একক প্রচেষ্টায় পর পর দুটি গোল করে। খেলায় একক তিনটি গোল সেরা খেলোয়াড় নির্বাচিত হন অনিল।