|
---|
আলিফ ইসলাম : ২৮ডিসেম্বর পায়ে পায়ে চার দশক অতিক্রম করে পাঁচ দশকের পথে এগিয়ে চলা ৪৪তম বর্ধমান বইমেলা বর্ধমান অভিযান গোষ্ঠীর পরিচালনায় অবন ঠাকুর মঞ্চে কবি সন্মেলন অনুষ্ঠিত হয় এদিন। কবি কুশল দের সঞ্চালনায় প্রায় শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন। এদিন কৃষ্ণগোপাল কুন্ডু স্মারক কবি সন্মান প্রদান করা হয় দুই বিশিষ্ট কবি দেবাশিস মহান্তি এবং কুমুদবন্ধু নাথকে।লক্ষীনারায়ণ আদিত্য, অরবিন্দ সরকার, অরুণ মজুমদার, নিয়াজুল হক, সৈয়দ আতাউর রহমান, সুরমান আলি মল্লিক, সুফি রফিক উল ইসলাম, তাপস ভূষণ সেনগুপ্ত, কল্পনা রায়, গুরুপ্রসাদ যশ, সুবীর রায়, আশরফী খাতুন, সেখ জাহাঙ্গীর, বিপ্লব চ্যাট্টার্জী, সেখ সদরুল আলম, উত্তম কর্মকার, অশোক বর্মন, সুভাষ বসু, অনুরাধা তরফদার, সুষমা মিত্র, নমিতা রাউত, সৌমিত্র চ্যাট্টার্জী, সৈয়দ মুশাররফ আজম, লক্ষণ দাস ঠাকুরা, পার্বতী মিত্র, বাসুদেব পাল, তাপসময় পাল, অভিজিৎ বেজ প্রমুখ কবি গণ উপস্থিত ছিলেন।