|
---|
নিজস্ব সংবাদদাতা- “স্বাস্থ্যই সম্পদ”কথাটির সঙ্গে আমরা সকলেই হয়ত পরিচিত।মাঝে মানুষকে তার চারপাশের সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভশীল হয়ে থাকতে হয়। এই উভয় প্রকার পরিবেশ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। স্বাস্থ্য সচেতনতা হলো কিছু অভ্যাসের আচরণ, যার দ্বারা আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারি। এবার সেই স্বাস্থ্য ব্যবস্থাকেই জোরদার করার লক্ষ্যে পথে নামল মুর্শিদাবাদের রেজিনগরের একটি সংস্থা।পপুলার ফ্রন্ট নামক এই সংস্থা রবিবার মুর্শিদাবাদের রেজিনগরে সকাল সাড়ে পাঁচটার সময় একটি পদযাত্রার আয়োজন করে। আন্দুলবেড়িয়া নতুন সবজি হাট প্রাঙ্গন থেকে শুরু করে নাজিরপুর
সুরহবের মোড়ে এসে এই পদযাত্রার সমাপ্তি ঘটে। স্বাস্থ্য সচেতনতার এই পদযাত্রায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।