|
---|
এম এস ইসলাম,বর্ধমান : খণ্ডঘোষের সগড়ায় অ্যাথালেটিক ক্লাব খেলাধুলায় রাজ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছে। এই ক্লাব আদিবাসী এবং পিছিয়ে পড়া শ্রেণীর ছেলে মেয়েদের ট্রেনিং দিয়ে ভালো দলে খেলার সুযোগ করে দিচ্ছে। এই ক্লাবের তিনজন মহিলা ফুটবলার রাজ্য মহিলা দলে খেলার সুযোগ পেয়েছে। স্থানীয় মল্লিকা টুডু অনূর্ধ্ব ১৭ রাজ্য মহিলা দলে সুযোগ পেয়ে সারা দেশে দাপিয়ে খেলে বেড়াচ্ছে। এই ক্লাবের উদ্যোগে সারাদিন ধরে আট দলীয় নক আউট ফুটবল খেলার আয়োজন করে সঙ্গে রক্তদান শিবিরেরও আয়োজন করে । ফাইনালে এন এইচ এন্টার প্রাইজ জয় লাভ করে রানার্স হয় এলিস ফুটবল দল । বিজয়ী দল কে দশ হাজার টাকা ,সুদৃশ্য ট্রফি ও রানার্স দলকে আট হাজার টাকা, সুদৃশ্য ট্রফি দেওয়া হয় । ফাইনাল খেলার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায়, খন্ডঘোষ থানার ওসি সুব্রত বেরা , খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, বরশুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী মোল্লা শফিকুল ইসলাম। টানটান উত্তেজনার মধ্যে ফাইনাল খেলা শেষ হয় । ক্লাবের অন্যতম কর্ণধর প্রসূন মন্ডল বলেন আর্থিক ভাবে অনেক পিছিয়ে আছি যদি সঠিক সুযোগ সুবিধা পায় এই ক্লাব রাজ্যে দৃষ্ঠান্ত স্থাপন করবে । ও সি খন্ডঘোষ এই ক্লাব কে বিশেষ সাহায্য করার জন্য কৃতজ্ঞতা জানান প্রসূন মন্ডল । সগড়ায় ফুটবল মাঠে হাজার হাজার দর্শকের সমাগমে ফুটবল টুর্নামেন্ট সাফল্যমন্ডিত হয়।