|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : দুয়ারে স্কুল বর্ধমানের তেজগঞ্জ হাই স্কুলের দুস্থদের বিনামূল্যে রেজিস্ট্রেশন। দুয়ারের সরকার এর অঙ্গ হিসাবে বর্ধমানে এই প্রথম শুরু হল দুয়ারে স্কুল । বর্ধমান শহরের তেজগঞ্জ হাই স্কুলের নবম শ্রেণীর দুস্থ ও গরিব ছাত্রছাত্রীরা টাকার অভাবে রেজিস্ট্রেশন করাতে পারছিল না। এই সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুল আসা একপ্রকার বন্ধ করে দিয়েছিল। প্রায় তারা ড্রপ আউট এর তালিকায় চলে যাচ্ছিল। বিদ্যালয় প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী এ ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। সন্দীপ কুমার চক্রবর্তী বলেন, সার্বিকভাবে ছাত্র-ছাত্রীরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় তাই এই দুয়ারে স্কুল অফিস স্থানান্তরিত করে বোর্ড রেজিস্ট্রেশন করানোর উদ্যোগ নেওয়া হল। দুয়ারে স্কুলের কর্মসূচিতে ছাত্রছাত্রীরা বিনামূল্যের রেজিস্ট্রেশন করালো। এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রীরা এক্কেবারে বিনামূল্যে রেজিস্ট্রেশন করাতে পেরে ছাত্রছাত্রীরা বেজায় খুশি হয়েছে। তারা অঙ্গীকার করেছে এবার থেকে তারা নিয়মিত বিদ্যালয় আসবে এবং মাধ্যমিক পরীক্ষাতেও তারা অংশগ্রহণ করবে। সরকারের এই সুযোগ থাকলে তারা উচ্চ শিক্ষাও পেতে আগ্রহ প্রকাশ করেছে। বর্ধমান তেজগঞ্জ হাই স্কুলে দুয়ারে স্কুল কর্মসূচি হওয়ায় অভিভাবক ও এলাকাবাসীরা এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দুয়ারে স্কুল কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিদ্যালয় প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী, ক্রীড়া শিক্ষক রবীন্দ্রনাথ মাজী, শিক্ষা কর্মী প্রসেনজিৎ ব্যানার্জি প্রমুখ।