বর্ধমান জাগরণী শারদীয়া প্রকাশ অনুষ্ঠান।

লুতুব আলি, বর্ধমান, ৬ অক্টোবর : বর্ধমান থেকে প্রকাশিত সাহিত্য বিষয়ক পত্রিকার ৩৭ বর্ষ শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান হল। বর্ধমান শহরের গ্রীন পার্কে জাগরণী বাসভবনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট লেখক ও বর্ষীয়ান সাংবাদিক সত্যনারায়ন মাজিল্যা। স্বাগত ভাষণ দেন পত্রিকা সম্পাদক বিকাশ বিশ্বাস। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী বিশ্বরূপ চক্রবর্তী। বিকাশ বিশ্বাস বলেন, সাহিত্য, সংস্কৃতি, মানুষের প্রাত্যহিক জনজীবন মারণ রোগ করোনা সব লন্ডভন্ড করে দিয়েছিল। করোনাকে জয় করে আমরা আবার সকলে স্বাভাবিক ছন্দে ফিরেছি। এবারের জাগরণী র শারদীয়া সংখ্যায় সমকালীন প্রেক্ষাপট নিয়ে একাধিক লেখাতে স্বনাম ধন্য লেখকদের সঙ্গে নবীনদেরও স্থান দেয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী, ড. অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, শেখ সাদরে আলম, আনোয়ার আলী, হেমা পাল বর্ধন প্রমুখ। কবিতা পাঠ করেন বিপদতারণ মিশ্র, অসিতকুমার দে, শেখ আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান আয়োজন এর সহযোগিতা করেন বিশ্বনাথ দেবনাথ, জাহির আব্বাস, সুজিত কুমার গুঁই। প্রমুখ। সঞ্চালনায় ছিলেন পত্রিকার সম্পাদক বিকাশ বিশ্বাস।