|
---|
নতুন গতি,মালদা:সরস্বতী পুজোর আগের রাতে এক স্কুল পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। গলায় ফাঁস জড়ানো ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকেরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম বিশাল রায়(১৭)। ইংলিশবাজার থানার গয়েশপুর কলতাপাড়ায় সে মামার বাড়িতে থাকত। উমেশচন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল সে। পরিবার সূত্রে জানা গেছে, সে মামা নারায়ণ বাহাদুরের বাড়িতে থেকে পড়াশোনা করত। দীর্ঘদিন বাদে সোমবার সে স্কুলে যায়। রাতে অন্য দিনের মতো পড়াশোনার পর খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমতে যায়। পরে পরিবারের লোকেদের সন্দেহ হলে ঘরের দরজা ভেঙে দেখেন তার ঝুলন্ত দেহ। মঙ্গলবার ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় মালদা মেডিক্যালের মর্গে। পুলিশের কাছে তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের লোকেরা।