|
---|
ফারুক আহমেদ : কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ -উপাচার্য গৌতম পাল-এর অফিস থেকে আয়োজিত ৭৬তম স্বাধীনতা দিবসের ও স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সহ উপাচার্য অধ্যাপক গৌতম পাল পতাকা উত্তোলন করেন এবং দেশ স্বাধীন করতে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেন।১৯৪৭ সালের ১৫ আগস্ট ঘোষিত স্বাধীনতা ও দেশ বিভাজন অনুযায়ী নদীয়া জেলার অন্তর্ভুক্তি হয় পূর্ব পাকিস্তানে। পরবর্তীকালে জনসংখ্যার বিন্যাস ও নদীয়া জেলার মানুষের সম্মিলিত অনশন ও প্রতিবাদ কর্মসূচির ফলে, নদীয়ার ভারত অন্তর্ভুক্তি সম্ভব হয়েছিল আরো তিন্ দিন বাদে অর্থাৎ ১৮ আগস্ট, ১৯৪৭ এ। তাই ১৮ আগস্ট, ১৯৪৭ হলো নদীয়ার প্রকৃত স্বাধীনতা দিবস।সেই ঘটনাকে স্মরণ করে সহ উপাচার্যের নির্দেশে এই জাতীয় পতাকা উত্তোলিত থাকবে আগামী ১৮ আগস্ট ২০২২ পর্যন্ত।