মমতাকে “জয় শ্রীরাম” বলার জেরে “পদ্ম ফুল” বিক্রি বন্ধ হল রাজ্যের বুকে

নিজস্ব সংবাদদাতা; পুরুলিয়া: ভারতবর্ষ সার্বভৌমত্যের দেশ। এখানে সকল ধর্মের মানুষের বসবাস। যা সারা বিশ্বের কাছে এক নজির সৃষ্টি করেছে। আবার ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখলে, এটি রামের দেশ। যা রামের চরণভূমি।

    এই ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মানুষ দেখল এক অন্য রকম জগৎ। কয়েকজন রামভক্ত যুবক কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে “জয় শ্রীরাম” ধ্বনি দিতে থাকে। আর এতেই ঘটে বিপত্তি!

    মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাঁর কনভয় থামিয়ে ওই যুবকদের উদ্দেশ্যে বলতে থাকেন, “পালাচ্ছিস কোথায়”? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে “জয় শ্রীরাম” ধ্বনি তোলার ঘটনার জেরে তিন রামভক্ত যুবককে গ্রেফতার পর্যন্ত করেছে পুলিশ।

    মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, “জয় শ্রীরাম” এখন বিজেপির শ্লোগান। এই নাম আমি কেন নেব? আমি জয় মা কালী বলব। অন্য কিছু বলব। কিন্তু “জয় শ্রীরাম” বলব না।

    অন্যদিকে অমিত শাহ বলেন, এটা ভারতবর্ষে। এটা রামের দেশ। “জয় শ্রীরাম” ভারতে উচ্চারণ হবে। এই নাম পাকিস্তানে উচ্চারণ হবে নাকি?

    এই “জয় শ্রীরাম” বলার জেরে রাজ্যে ভারতের জাতীয় ফুল তথা “পদ্মফুল” বিক্রি বন্ধ হল পুরুলিয়া জেলার “তালদানরা” এলাকায়। এই “তালদানরা” এলাকায় কেউ যদি “পদ্মফুল” বিক্রি করেন, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ওই এলাকার পঞ্চায়েত প্রধান।