|
---|
নতুন গতি প্রতিবেদক, মোথাবাড়ি: গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আন্ত বিদ্যালয় গনিত মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কালিয়াচক দুই নং ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতে। প্রথম এডুকেশন ফাউন্ডেশন ও ইউনিসেফের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েত অফিসে। স্হানীয় গঙ্গা প্রসাদের সমস্ত প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রী অভিভাবক ও প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অভিভাবকদের কুইজ,ছাত্র ছাত্রীদের নাটক প্রতিযোগিতা ও গনিতে শিক্ষার উপর বিভিন্ন শিক্ষোপকরন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনুল ইসলাম ও প্রথম ফাউন্ডেশনের ও ইউনিসেফের প্রতিনিধিরা। এদিনের অনুষ্ঠানে গনিত প্রতিযোগিতাতে প্রথম
শিশু শিক্ষা নিকেতনের প্রাথমিক বিদ্যালয়ের জাহাঙ্গীর আলম, দ্বিতীয়স্হান অধিকার করে কেষ্টপুর প্রাথমিক বিদ্যালয়ের রিজিওনা খাতুন ও তৃতীয় স্হান অধিকার করে জোতডোমন প্রাথমিক বিদ্যালয়ের সুবল মন্ডল মুলত গনিত শিক্ষার উপর ছাত্র ছাত্রীদের মনোনিবেশ বৃদ্ধির জন্য এই অনুষ্ঠান।