ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জেলার মডেল মাদ্রাসায় দাওয়াতে ইফতার ও আলোচনা চক্র

মালদা: রবিবার মালদা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জেলার মডেল মাদ্রাসায় দাওয়াতে ইফতার ও আলোচনা চক্রের আয়োজন করা হয়। প্রসঙ্গত, গত তিন বছর ধরে রোজার মাসে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছে মালদা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এবারও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য অনেকের উপস্থিতিতে সুন্দরভাবে এক ইফতার কর্মসূচি ও এই সমপন্ন হয়েছে। এদিন মুসলিম সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি সংগঠনের ভূমিকা শীর্ষক এক আলোচনা চক্রে সমাজকে বিভিন্ন গঠনমূলক কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন বিশিষ্ট বক্তারা।

    সংস্থার সভাপতি নজিবর রহমান বলেন, ইসলামের প্রকৃত আদর্শ মেনে চললে সমাজ থেকে অন্যায় ও খারাপ কাজ দূরীভূত হবে। রোজা গুরুত্বপূর্ণ মাস। রোজার মাসে নিজেকে পরিপূর্ণভাবে সংশোধন করতে পারলে এই শক্তি দিয়ে আগামী সারাবছর ভালো শক্তি অর্জিত হবে। শান্তির পথ প্রশস্ত হবে। এ দিনের আলোচনা চক্রে অংশগ্রহণ করেন ও দোয়া পাঠ করে সকলের মঙ্গল কামনা করা হয়। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে ভাষন দেন মালদা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা সম্পাদক ডঃ মোঃ নুরুল ইসলাম, শিক্ষা অর্জনে সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান। সংখ্যালঘু যুব ফেডারেশনের জেলা সম্পাদক নূর হোসেন, সদস্য মাজিদুর রহমান প্রমুখ । সকলেই সমাজে শিক্ষা, স্বাস্থ্য ও নানা উন্নয়নের দিকে সকলকে সচেতন করা ও পজিটিভ উদোগ নিয়ে কাজকর্ম করলে তবে সমাজ এগিয়ে যাবে বলে মত দেন বক্তারা । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারবিয়া কেম্ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর আজিজুর রহমান, গাজোল কলেজের অধ্যক্ষ সামসুল হক , আয়োজক সদস্য ও অধ্যাপক ড: মুহম্মদ ইসমাইল প্রমুখ।