|
---|
আসিফ রনি, নতুন গতি, বহরমপুর : আজ মুর্শিদাবাদের লালগোলা কলেজে ইতিহাস বিভাগের পক্ষ হইতে অভিভাবক ও অভিভাবিকাগনের সঙ্গে সাধারণ সভা অনুষ্ঠিত হল। অভিভাবক ও অভিভাবিকাগনের উপস্থিতিতে তাদের ছেলেমেয়েদের পঠন-পাঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান শ্রী অসীম কুমার মন্ডল , সহকারি শিক্ষক প্রফেসর শাহনাওয়াজ আলম, প্রফেসর রঞ্জিত কীর্তনিয়া সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
শ্রী অসীম কুমার মন্ডল সভার সূচনালগ্নেই অভিভাবকদের শুভেচ্ছা জানান। অতঃপর পঠন পাঠনের নানান দিক নিয়ে আলোচনা করেন ও নিয়মিত ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষে উপস্থিতির গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও প্রফেসার শাহনাওয়াজ আলম লালগোলা কলেজ ইতিহাস বিভাগ প্রতিবছর যে শিক্ষামূলক ভ্রমণ আয়োজন করেন তার নানান দিক তুলে ধরেন।
অতঃপর ইতিহাস বিভাগকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্য ছাত্র-ছাত্রী ও উপস্থিত অভিভাবক অভিভাবিকাগনের থেকে পরামর্শ নেওয়া হয় । ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ গুরুত্বসহকারে শ্রবণ করা হয়। অভিভাবক অভিভাবিকাগন ফিডব্যাক ফরম পূরণ করে তাদের অভিমত জ্ঞাপন করেন ।
পরিশেষে বিভাগীয় প্রধান শ্রী অসীম কুমার মন্ডল সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।