|
---|
রাহুল রায়, নতুন গতি, পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বিভিন্ন এলাকায় ধান জমিতে ধান তুলে নেয়ার পর ন্যাড়া বা খরের বিচুলি তে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে। বর্তমান রাজ্য সরকার এই বিষয়ে বিশেষ ভাবে নজরদারি দিচ্ছেন কেউ জাতে না ধান জমিতে আগুন না লাগিয়ে দেয় ব্লক অফিস ও পঞ্চায়েতের মাধ্যমে প্রচার করছেন তা সত্ত্বেও সরকারি নিষেধাজ্ঞা কে বুড়ো আঙুল দেখিয়ে এই অন্যায় কাজ করে যাচ্ছেন একশ্রেণীর চাষীরা। আজ রাতের অন্ধকারে জল পেরিয়ে পূর্ব বর্ধমানের দুই সাংবাদিক রাহুল রায় ও কুনাল চট্টোপাধ্যায় বর্তমান সরকারের যে কঠোর নির্দেশিকা অমান্য করে মাঠে ন্যাড়া বা খরের বিচলিত আগুন ধরিয়ে দেওয়া সেই ছবি তুলে ধোড়লো আমাদের ক্যামেরায়। চাষিদেরকে এই বিষয়ে প্রশ্ন করলে সংবাদমাধ্যমের কাছ থেকে এরিয়ে যায়।