তারাপীঠে শুরু হল কার্নিভ্যাল দুর্গা-জগদ্ধাত্রীর পর এবার কার্তিক পুজোতেও

আজিম শেখ, নতুন গতি, বীরভূম:- কলকাতায় দুর্গাপুজো, চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর পর তারাপীঠে। মা তারার জন্য পরিচিত ভূমে এবারই প্রথম শুরু হল কার্তিক পুজোর কার্নিভ্যাল। এলাকার সমস্ত পুজো কমিটি মিলে এই কার্নিভ্যালের আয়োজন করেছে। সন্ধ্যায় তারাপীঠ পূর্বসাগর মোড় থেকে কার্নিভ্যাল শুরু হয়। আর তা দেখতে প্রচুর মানুষ তারাপীঠে ভিড় জমান।
তারাপীঠে সব দেবীর উর্দ্ধে মা তারা। মা তারাকে সামনে রেখেই সমস্ত দেবী মূর্তি পুজো হয়। তবে দেব পুজোয় কোন বাধা নেই। তাই নবান্ন উৎসবে দেব সেনাপতি কার্তিক পুজোয় মাতেন তারাপীঠের মানুষ। কার্তিক পুজোই তাদের কাছে প্রধান উৎসব। পুজো শুরু হয় ২০ নভেম্বর। মঙ্গলবার ছিল নিরঞ্জন।
এবারই প্রথম কলকাতার আদলে কার্নিভ্যালের আয়োজন করা হয়। পাঁচটি পুজো কমিটি কার্নিভ্যালে অংশগ্রহণ করেন। কার্নিভ্যাল উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। জেলা শাসক মৌমিতা গোদারা, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায়, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় ও সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে পুজো উদ্যোক্তারা বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করেছিলেন। কারও ছিল ছৌ নাচ, কারও বা রণপা। এছাড়াও স্থানীয় মেয়েরা নৃত্য পরিবেশন করে। এই কার্নিভ্যাল দেখতে প্রচুর মানুষের ভিড় হয়। আর যাঁরা তারাপীঠে পুজো দিতে এসেছিলেন, তাদের কাছে এই কার্নিভ্যাল বাড়তি পাওনা হয়ে রইল।