বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষাও অপারেশন শিবির রায়নাতে।

সংবাদ দাতা : পূর্ব বর্ধমান রায়নার সুবল দহে অনুষ্ঠিত হল বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও অপারেশন শিবির। শিবিরের উদ্যোক্তা ছিল বিরহাটা কনজ্যুমার অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন। সহযোগিতায় জামালপুর লায়ন্স ক্লাব। শিবিরের উদ্বোধন করেন বর্ধমান ও জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক ও মানবাধিকার কর্মী কাজী মোহাম্মদ রফিক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এই শিবিরে ৬০ জন রোগীর বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্য থেকে ১২ জনকে বিনামূল্যে অপারেশন করবার জন্য নির্বাচন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন জামালপুর লায়ন্স সেবা আই হসপিটাল এর পক্ষে ডাঃ ঋত্বিক ভট্টাচার্য, বাসুদেব পাল, টুলু কর্মকার, তামান্না খাতুন, উৎপল মালিক, পার্থ ধোক, কাজী মোঃ আরিফ প্রমুখ।