ঐতিহ্যবাহী “সিধু কানু হুল” দিবসে রক্তদান শিবির আদিবাসীদের

নতুন গতি, মালদহ:  ঐতিহ্যবাহী “সিধু কানু হুল” দিবসে জীবনের জন্য রক্তদান।  জানুম ঘুটু জাহের গাড় এর মানবিক উদ্যোগে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখা ও পাকুয়াহাট সমবেত প্রয়াসের এর সহযোগিতায়, হবিবপুর ব্লকস্থ চকশুকুর গ্রামে ঐতিহ্যবাহী সিধু কানু হুল দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের  রক্তদান শিবিরে সর্বমোট ৬১ জন আদিবাসী রক্তদাতা রক্তদান করে মানবিকতার নজির গড়লেন। সকল রক্তদাতাদের সবুজ সৃষ্টির লক্ষ্যে একটি করে চারা গাছ প্রদান করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন,  জানুম ঘুটু জাহের গাড় এর ধরম গুরু রাজেশ হেমব্রম,  সম্পাদক সমর হাঁসদা, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুণ সরকার প্রমুখ ।  শিবিরে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন উদ্যোক্তার সভাপতি রনজিৎ মুর্মু ।