|
---|
পারিজাত মোল্লা : সোমবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে এবিএসকেএ এবং কেএআই-র পরিচালনায় আয়োজিত হলো এক সাংবাদিক সম্মেলন ও সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান। এই মুহূর্তে বাংলার মুখ উজ্জল করতে বিশ্ব দরবারে এশিয়ান গেমসে অন্যতম ভরসা রঞ্জিতা সিনহা, জেলা থেকে উঠে আসা এই তরুণ প্রতিভা প্রায় ২৩টির বেশী রাজ্য থেকে আসা প্রতিযোগীদের মধ্যে থেকে নিজের যোগ্যতায় সিলেকশন ট্রায়ালে দ্বিতীয় স্থান পেয়ে অন্তিম বাছাই পর্বে নির্বাচিত হয়েছে, যা সত্যি এই রাজ্যের গর্ব।চলতি মাসে ১৯ এবং ২০ জুন দিল্লীতে আয়োজিত হয় এই নির্বাচন বা সিলেকশন ট্রায়াল। যেখানে রঞ্জিতা সিনহা দ্বিতীয় স্থান অধিকার করে। তাই তার এই সাফল্যে এদিন প্রেস ক্লাবে আয়োজিত হয় এই বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান।যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলা অন্ত প্রাণ এবং দক্ষ ক্রীড়া প্রশাসক বিশ্বরূপ দে, এসিপি জয়ন্ত রায়, সংগঠনের সভাপতি বৈকুণ্ঠ সিং, সংগঠনের সম্পাদক দেবাশীষ মণ্ডল, সংগঠনের এর কোষাধক্ষ্য ভজু হেলা, সেন্সেই নীলোৎপল দত্ত, সেন্সেই বিষ্ণু ভগবান শর্মা, সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।এদিন প্রত্যেকেই রঞ্জিতা র সাফল্যে তাকে উৎসাহ দানের এই প্রয়াসে সামিল হন, তাদের প্রত্যেকের আশা আগামী দিনে বিশ্ব দরবারে ক্যারাটে তে রঞ্জিতা সিনহা সেরার সেরা সাফল্যে অর্জন করবে।