|
---|
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: বুধবার সামুদ্রিক ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার ভরা কোটালের জোড়া ধাক্কায় প্লাবিত সুতাহাটা ব্লকের রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় একাধিক গ্ৰাম।গেঁওয়াখালি,নটপটিয়া,এড়িয়াখালি,হোড়খালি সহ বেশ কয়েকটি গ্ৰাম জলমগ্ন।ওই গ্ৰামগুলির বাসিন্দারা ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছে স্থানীয় ত্রাণ শিবিরে।এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে হলদিয়া চৈতন্যপুর নিউ স্টার ক্লাব।ওই ক্লাবের উদ্যোগে আজ ১৫০ টি পরিবারের হাতে মুড়ি,চানাচুর,সাবান সহ শুকনো খাবার তুলে দেওয়া হয়।আগামীকালও এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে ক্লাবের সম্পাদক গৌতম হাজরা।