|
---|
আজিজুর রহমান:গলসি তেঁতুলমুড়ি খেলার মাঠে কাজী নজরুল স্মৃতি ট্রফি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল সোমবার দুপুরে। এদিন শিড়রাই মহামাডান স্পোটিং ক্লাব ও মুরাতিপুর যুব প্রগতি সংঘ একে অপরের মুখোমুখি হয়। তেঁতুলমুড়ি তরুন সংঘের উদ্দ্যোগে ওই খেলার আয়োজন করা হয়। খেলায় অসংখ্য ফুটবল প্রেমী মানুষ ভিড় জমান। প্রথম অর্ধে দুটি দলের কেউই গোল করতে পারেনি। তবে খেলা ঘিরে ছিল টানটান উত্তেজনা। দ্বিতীয় অর্ধে দুটি দলই খুব ভালো খেলা দেখালেও কোন দল একটিও গোল করতে পারেনি। তাই খেলা অমিমাংশিত থেকে যায়। অবশেষে ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল ঘোষণা করা হয়। ট্রাইব্রেকারে শিড়রাই মহামাডান স্পোটিং ক্লাব জয় লাভ করে। খেলার খেলায় ম্যান অফদা ম্যাচ হন, শিড়রাই এর খেলোয়াড় স্নেনাশিষ চক্রবর্তী ও ম্যান অফদা সিরিজ হন শিড়রাই এর খেলোয়াড় সেখ আলমগীর। সেরা গোলকিপার হন মুরাতিপুর যুব প্রগতি সংঘের বিবেক মল্লিক। এদিনের খেলার মাঠে উপস্থিত ছিলেন, কোলকাতার মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় দেবাশীষ কোনার, খন্ডঘোষ বিধায়ক নবীন চন্দ্র বাগ, এলাকার বিশিষ্ট সমাজ সেবী সুজন মন্ডল, গুলমহম্মদ মোল্লা, ভূঁড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সুবোধ ঘোষ সহ অনেকে।