দলের প্রতি অভিমানের সুরে অশোক বর্ষিয়ান বামফ্রন্টের নেতা অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি: দলের প্রতি অভিমানের সুরে অশোক বর্ষিয়ান বামফ্রন্টের নেতা অশোক ভট্টাচার্য। সিপিআইএমের পক্ষ থেকে তাকে দার্জিলিং জেলার সদস্যপদ থেকে বাদ দেওয়া হয়েছে। প্রথমে এই সিদ্ধান্ত তিনি মেনে নিলেও কিছুটা অভিমানের সুর শোনা গেল তার গলায়। দীর্ঘ চল্লিশ বছর ধরে দলের সঙ্গে যুক্ত ছিলেন অশোক ভট্টাচার্য। কখনো শিলিগুড়ি পৌরসভার মেয়র এর দায়িত্ব সামলেছেন, কখনো আবার বিধায়কের, কখনো বা পুরমন্ত্রীর। তার স্ত্রী গত হয়েছেন, অশোক ভট্টাচার্যের জানিয়েছেন তার স্ত্রী গত হয়ে যাবার পরে সদস্য পদ হারালেন , বড়ই অদ্ভুত ব্যাপার। বয়স তাঁর কাছে কোন সমস্যাই নয়, দীর্ঘদিন দলের হয়ে বিরোধীদের চোখে চোখ রেখে লড়াই করেছেন তিনি।

    যদিও সিপিআইএমের পক্ষ থেকে বলা হয়েছে বয়স জনিত কারণে তাকে দার্জিলিং জেলার সদস্য পদ থেকে সরানো হয়েছে, এর পেছনে অন্য কারণ নেই। এছাড়াও জানানো হয়েছে অশোক ভট্টাচার্য বামফ্রন্টের একজন অভিজ্ঞ বর্ষিয়ান নেতা। তিনি দীর্ঘদিন দলের হয়ে নিঃস্বার্থভাবে কাজ করেছেন।