দুর্নীতি মামলায় জেল হেফাজতে পাঠানো হলো অনিল দেশমুখকে

নতুন গতি নিউজ ডেস্ক: দুর্নীতি মামলায় বর্ষীয়ান এনসিপি নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে পাঠানো হলো মুম্বইয়ের আর্থার রোড জেলে জেল হেফাজতে।

    এর আগে দেশমুখের তিন জন ঘনিষ্ঠকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। দেশমুখকে নিজেদের হেফাজতের আবেদনে সাড়া দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান অনিল দেশমুখ কিন্তু বম্বে হাইকোর্ট সেই আরজি খারিজ করে দেয়।

    সিবিআইয়ের অভিযোগ, জেল হেফাজত এড়াতে মুম্বইয়ের জেজে সরকারি হাসপাতালের অরথোপেডিক বিভাগে ভরতি হন তিনি। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়ার পরই তাঁকে পাঠানো হল জেল হেফাজতে। তবে কতদিনের জন্য তাঁকে জেল হেফাজতে রাখা হবে, তা নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।