তপন কান্দু হত্যা মামলা: প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার সিআইডি থেকে সিবিআইয়ের কাছে স্থানান্তরিত করে দিলেন হাই কোর্ট

কলকাতা: মঙ্গলবার তপন কান্দু হত্যা মামলার শুনানিতে প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার সিআইডি থেকে সিবিআইয়ের কাছে স্থানান্তরিত করে দিলেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।

    বিচারপতির বক্তব্য “এটা তো ঠিক যে তিনি তপন কান্দু হত্যা মামলার প্রত্যক্ষদর্শী ছিলেন। তাহলে তাঁর নিরাপত্তা বাড়ানো হল না কেন? দুটি ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত।”

    তিনি আরো বলেন “ঘটনায় FIR দায়ের হয়েছে, সুইসাইড নোট উদ্ধার হয়েছে, প্রতিবেশীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। ফরেনসিক আধিকারিকদের আসতে বলা হয়েছে। তাঁরা এখনও আসেননি। নিরঞ্জন বৈষ্ণব যে ছাত্রদের পড়াতেন, তাদের কাছ থেকে খাতা নিয়ে হাতের লেখা মিলিয়ে দেখা হবে।”