|
---|
দেবজিৎ মুখার্জি: কেরলের পুরসভার উপনির্বাচনে ৪২টি ওয়ার্ডের মধ্যে ২৪টি ওয়ার্ড দখল করেছেন সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ জোটের প্রার্থীরা, ১২টি কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট ও বিজেপি ৬টি।
তবে জয়ের মধ্যেও চিন্তার বিষয় সিপিএমের জেতা দু’টি ওয়ার্ড এবার গিয়েছে বিজেপির দখলে।ত্রিপুনিথুরা পুরসভায় বিজেপির জয়ে চাপ বাড়ল বামেদের উপরে। দুই আসনে হারের ফলে পুরসভাটিতে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বামেরা। এই ফলাফলকে সাফল্য হিসাবেই দেখছে কেরল বিজেপি। ২০২৪ নির্বাচনে কেরলে লোকসভায় বিজেপি দুর্দান্ত ফল করবে বলেও দাবি গেরুয়া শিবিরের।