|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: বৃহস্পতিবার সকালে, ফের একবার সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে, কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ ছাড়াও তাঁর বাড়ির আশপাশে সিআরপিএফ মোতায়েনের বিরোধিতা করেও মামলা হয়েছে ডিভিশন বেঞ্চে।
অন্যদিকে, এসএসসি ভবনের চারপাশে সিআরপিএফ মোতায়ন করার নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্যও। তবে গতকাল রাতে এসএসসির দপ্তরে কোনও ব্যক্তির প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারির নির্দেশে পরিবর্তন এনে এসএসসির চেয়ারম্যান, সচিব, যুগ্ম সচিব, অ্যাডভাইজার ও স্টেনোগ্রফারকে ঢোকার অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশ মত এদিন দুপুর ১টার মধ্যে সিসিটিভি ফুটেজ জমা দিতে হবে।