“ভারতে বসবাসকারী প্রত্যেক নাগরিকই হিন্দু” বিস্ফোরক মন্তব্য করেন আরএসএস প্রধান মোহন ভাগবত

দেবজিৎ মুখার্জি: “ভারতে বসবাসকারী প্রত্যেক নাগরিকই হিন্দু” শুক্রবার নাগপুরের দৈনিক তরুণ ভারত সংবাদপত্রের একটি ভবন উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, “হিন্দুস্তান তথা ভার‍ত হল হিন্দুরাষ্ট্র। এটাই সত্যি। তাই সব ভারতীয়রাই হিন্দু। আর হিন্দু মানেই সকল ভারতীয়কে বোঝানো হয়। আলালজ যতজন মানুষ ভারতে বসবাস করেন তাঁরা সকলেই হিন্দু সংস্কৃতির সঙ্গে জড়িত। হিন্দু রাষ্ট্র থেকে হিন্দু পূর্বসূরি, সমস্ত কিছুর সঙ্গেই হিন্দুত্বের যোগসূত্র রয়েছে।”

     

    তিনি আরো বলেন, “সকলেই এই সার বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু অনেকেই এটা অস্বীকার করেন। দীর্ঘদিনের অভ্যাসবশত নিজেদের হিন্দু বলে পরিচয় দেননা তাঁরা। আবার কেউ কেউ স্বার্থপর। কেউ আবার এখনও বুঝতেই পারেননি তাঁরা হিন্দুরাষ্ট্রের অন্তর্ভুক্ত।”