১৩ সদস্যের কো-অর্ডিনেশন কমিটি তৈরি করলো ইন্ডিয়া জোট

দেবজিৎ মুখার্জি: মুম্বইতে তৃতীয় জোট বৈঠকে একসঙ্গে লড়াইয়ের আরও জোরদার বার্তা দিয়ে ১৩ সদস্যের কো-অর্ডিনেশন কমিটি বা সমন্বয়কারী দল তৈরি করলো ইন্ডিয়া জোট। তাতে সর্বোচ্চ ব্যক্তি হিসেবে রয়েছেন শরদ পওয়ার (এনসিপি)। অন্যান্য সদস্যরা – হেমন্ত সোরেন (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা), কে সি বেণুগোপাল (কংগ্রেস), সঞ্জয় রাউত (শিব সেনা), ওমর আবদুল্লাহ (এনসি), মেহবুবা মুফতি (পিডিপি), ডি রাজা (সিপিআই), টি আর বালু (ডিএমকে), তেজস্বী যাদব (আরজেডি), রাঘব চাড্ডা (আপ), অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল), লালন সিং (জেডিইউ), জাভেদ আলি খান (সমাজবাদী পার্টি)। নেই সিপিএমএর কোনো প্রতিনিধি না গান্ধী পরিবারের কেউ।