দলের অন্দরে বিদ্রোহ! বিজেপির কলকাতা জেলার সভানেত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ তমসা চট্টোপাধ্যায়ের

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিজেপির কলকাতা জেলার সভানেত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সম্পাদক পদ থেকে পদত্যাগ করলেন তমসা চট্টোপাধ্যায়।

    তাঁর অভিযোগ দলীয় সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে কাজের থেকে কাছের মানুষকে প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে।

    এই বিষয় বিজেপির দক্ষিণ কলকাতা জেলার সভানেত্রী সঙ্ঘমিত্রা চৌধুরি জানান “ওঁকে আমিই সম্পাদক পদে এনেছিলাম। কোনও সমস্যা থাকলে বসে আলোচনা করলেই মিটে যাবে। কেউ ওঁকে ভুল বোঝাচ্ছে। তমসা আমার সন্তানসম। খুবই স্নেহ করি ওঁকে।”

    দলের অন্দরে বিদ্রোহ নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য “আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে। কিন্তু এসব কোন্দলের কথা বানানো। দলের মধ্যে কোনও দ্বন্দ্ব-কোন্দল নেই।”