তৃণমূলে যোগ দিলেন কোতুলপুরের প্রায় এক হাজার বিজেপি কর্মী

দেবজিৎ মুখার্জি, বাঁকুড়া: বিধায়ক হরকালী প্রতিহারের পথ ধরে শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কোতুলপুরের প্রায় এক হাজার বিজেপি কর্মী। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায়-সহ দলের রাজ্য নেতৃত্বের একাংশ।

    শুক্রবার কোতুলপুর হাই স্কুল ময়দানে আয়োজিত সভায় তৃণমূলের পতাকা তুলে নেন বিজেপির কোতুলপুর মণ্ডলের অফিস সেক্রেটারি অনিমেষ মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বিজেপিতে থেকে আমরা কাজ করতে পারছিলাম না। আমাদের বিধায়ক হরকালী প্রতিহার আগেই দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছেন। আমরা তাঁর অনুগামী হিসাবে মা-মাটি-মানুষের কাজ করার উদ্দেশে এই দলবদল করলাম।’’ এ নিয়ে বিধায়ক হরকালী বলছেন, ‘‘বিজেপির নেতারা বলেছিলেন, আমি একা দল বদল করেছি। আজ এক হাজার বিজেপি কর্মীকে তৃণমূলে এনে শুধু ট্রেলার দেখালাম। আগামিদিনে বিজেপি নেতৃত্ব বুঝতে পারবেন, আমি বিজেপি দলের আপদ ছিলাম না কি সম্পদ।’’

    এই যোগদান নিয়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা ওন্দার বিধায়ক অমরনাথ শাখা কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘‘নিজেদের দলের কর্মীদের সভায় এনে দলীয় পতাকা ধরিয়ে যোগদানের নাটক দেখানো তৃণমূলের সংস্কৃতিরই অঙ্গ। কোতুলপুরে সমস্ত ইটভাটা এবং আলু স্টোরের শ্রমিকদের কাজ বন্ধ করে জোর করে সভায় এনে তাঁদের হাতে দলের পতাকা ধরিয়েছে তৃণমূল। এক জন বিজেপি কর্মীও তৃণমূলে যোগ দেননি। তৃণমূলের এই নাটককে আমরা তীব্র ধিক্কার জানাই।’’