|
---|
মালদা: প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। এবারে এই দুর্নীতি প্রকাশ্যে আসতেই জেলা নেতৃত্বের ঘোষণা মত অনাস্থার মাধ্যমে অপসারিত করা হল প্রধানকে। ১৬ জন তৃণমূল সদস্যের সমর্থনে কালিয়াচক এক নম্বর ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হলেন রেমিকা বিবি। ফুলের মালা এবং সবুজ আবির খেলে নতুন প্রধানকে সংবর্ধনা জানান অসংখ্য তৃণমূল কর্মী।
উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোট ১৯ টি আসনের মধ্যে ১৮ টি আসন পেয়ে এককভাবে পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল কংগ্রেস। প্রধান হয়েছিলেন নাইমা খাতুন। কিন্তু কয়েক বছরের মধ্যেই প্রধান নাইমা খাতুনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে। পঞ্চায়েত কে দুর্নীতিমুক্ত করতে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধান অপসারিত করার সিদ্ধান্ত নেয় জেলা তৃণমূল নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব। গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ অনাস্থা ডাকা হয়। সেইমতো আজ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে নতুন প্রধান নির্বাচিত হন। নতুন প্রধান রেমিকা বিবিকে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানান তৃণমূল কর্মীরা।
এই বিষয়ে নবনির্বাচিত তৃণমূলের প্রধান রেমিকা বিবি জানান, এর আগের প্রধান একাধিক দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়েছিলেন। ফলে কিছুটা হলেও উন্নয়ন থমকে পড়েছিল। সকল সদস্য এবং দলের সিদ্ধান্ত মতো তাকে প্রধান করা হয়েছে। আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছ ভাবমূর্তি কে তুলে ধরে গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের সার্বিক উন্নয়ন করাই হবে প্রথম লক্ষ্য।
অন্যদিকে এই বিষয়ে কালিয়াচক এক নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও সুজন কুমার পান্ডে, সর্বসম্মতিক্রমে এবং সুষ্ঠভাবে আজ প্রধান গঠন হলো। বিরোধী দলের কেউ উপস্থিত হয়নি এদিন। ১৬ জন সদস্যের সমর্থনে নতুন প্রধান হন রেমিকা বিবি।