গ্রূপ ডির পরীক্ষা ঘিরে এসএফআই-ডিওয়াইএফআই – এর বিক্ষোভ

জলপাইগুড়ি: এসএফআই-ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জেলা বিদ্যালয়ের সামনে আজ পরিদর্শক (মাধ্যমিক) এর অফিসে বিক্ষোভ দেখানো হয়।আজ সকাল থেকেই এস এফ আই এবং ডি ওয়াই এফ আই এর মহিলা এবং যুবর সদস্যরা বিক্ষোভ দেখান অফিসের সামনে।তাদের বিক্ষোভের মুল কারন ছিলো রাজ্য সরকার অন্যায়ভাবে গ্রুপ ডির পরিক্ষা আটকিয়ে রেখে চলেছে।যেসব ছাত্র ছাত্রীরা গ্রুপ ডিএর পরিক্ষায় ভালো রেজাল্ট করেছিলেন তারা এখন এই খবর পাওয়ার পরে হতাশায় ভুগবেন।রাজ্য সরকারের এই অন্যায় সিদ্ধান্ত কিছুতেই মানবে না তারা।

    আজ সকালে তারা পরিদর্শকের অফিসের সামনে এসে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা পোড়ান।তাদের দাবী অবিলম্বে রাজ্যসরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে হবে।এবং তাদের মধ্যে যারা চাকরির পরিক্ষা দিয়েছিলেন তারা যাতে সুবিচার পান তার ব্যাবস্থা করতে হবে।এদিন সকাল থেকেই আন্দোলনকারীরা পরিদর্শক অফিসের সামনে এসে বিক্ষোভ দেখান।

    এদিন জলপাইগুড়ি জেলা ডিওয়াই এফ আই এর পক্ষ থেকে জানানো হয়েছে যে অবিলম্বে যদি রাজ্য সরকার তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করে তবে তারা আগামীদিনে সারা বাংলা জুড়ে একত্রিত হয়ে এক বড় আন্দোলনে নামবে।