|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: টেস্ট অভিষেকেই শতরান করে ভারতীয় ক্রিকেটের এলিট লিস্টে জায়গা করে নিলেন শ্রেয়স আইয়ার। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টেস্ট ক্রিকেটে মাঠে নামেন শ্রেয়স। প্রথম ইনিংসেই তিনি টপকে যান তিন অঙ্কের গণ্ডি।
# সব মিলিয়ে ১৬তম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করলেন শ্রেয়স।
# শ্রেয়স ১৩ নম্বর ভারতীয় ক্রিকেটার, যিনি অভিষেক টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন।
# ১০ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে টেস্ট অভিষেকে শতরান করেন শ্রেয়স।
# দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে কানপুরে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করলেন আইয়ার। তাঁর আগে ১৯৬৯ সালে কিংবদন্তি গুন্ডাপ্পা বিশ্বনাথ কানপুরে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন।
# দেশের মাটিতে অভিষেকেই টেস্ট সেঞ্চুরি করা ভারতীয়রা:-
১. লালা অমরনাথ: বনাম ইংল্যান্ড (মুম্বই)
২. দীপক শোধন: বনাম পাকিস্তান (কলকাতা)
৩. কৃপাল সিং: বনাম নিউজিল্যান্ড (হায়দরাবাদ)
৪. হনুমন্ত সিং: বনাম ইংল্যান্ড (দিল্লি)
৫. গুন্ডাপ্পা বিশ্বনাথ: বনাম অস্ট্রেলিয়া (কানপুর)
৬. মহম্মদ আজহারউদ্দিন: বনাম ইংল্যান্ড (কলকাতা)
৭. শিখর ধাওয়ান: বনাম অস্ট্রেলিয়া (মোহালি)
৮. রোহিত শর্মা: বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)
৯. পৃথ্বী শ: বনাম ওয়েস্ট ইন্ডিজ (রাজকোট)
১০. শ্রেয়স আইয়ার: বনাম নিউজিল্যান্ড (কানপুর)
# বিদেশে অভিষেকেই টেস্ট সেঞ্চুরি করা ভারতীয়রা:-
১. আব্বাস আলি: বনাম ইংল্যান্ড (ম্যাঞ্চেস্টার)
২. সুরিন্দর অমরনাথ: বনাম নিউজিল্যান্ড (অকল্যান্ড)
৩. প্রবীণ আমরে: বনাম দক্ষিণ আফ্রিকা (ডারবান)
৪. সৌরভ গঙ্গোপাধ্যায়: বনাম ইংল্যান্ড (লর্ডস)
৫. বীরেন্দ্র সেহওয়াগ: বনাম দক্ষিণ আফ্রিকা (ব্লুমফেন্টন)
৬. সুরেশ রায়না: বনাম শ্রীলঙ্কা (কলম্বো)