|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “মারিওপোলে আত্মসমর্পণ করেছে ৭০০ ইউক্রেনীয় সেনা” এমনটাই দাবি করেছে রাশিয়া।
গোটা মারিওপোল শহরই এখন রুশ বাহিনীর দখলে। তবে আজভস্টাল লৌহ ও ইস্পাত কেন্দ্রে ঘাঁটি গেড়ে লড়াই চালাচ্ছে ইউক্রেনীয় সেনার বিশেষ বাহিনী আজভ ব্যাটালিয়ন ও ৩৬ মেরিন ব্রিগেড। তাঁরা অধিকাংশই আহত এবং ফুরিয়ে আসছে পানীয় জল, খাবার ও গোলাবারুদ।
ইউক্রেনীয় সেনাবাহিনীর মুখপাত্র ওলেকসান্দ্র মতুজায়নিক বলেছেন “মারিওপোলে আটকে থাকা সৈনিকদের উদ্ধারের কাজ চলছে। এর বেশি কিছু বলার অর্থ হচ্ছে ওই যোদ্ধাদের জীবন বিপন্ন করা।”