বাংলা ও বাঙালিকে বঞ্চনার প্রতিবাদে বাংলা পক্ষর DVC ভবন অভিযান

নতুন গতি প্রতিবেদক : আজ সকালে বাংলা পক্ষর তিন জনের প্রতিনিধি দল সমস্ত তথ্য সহযোগে স্মারকলিপি জমা দেয় ডিভিসির চেয়ারম্যানের অফিসে। ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি ও মনন মন্ডল। ডিভিসি কর্তৃপক্ষকে বাংলা পক্ষর তরফে জানানো হয়, আগামীতে এই সমস্যা গুলোর সমাধান না হলে আন্দোলন তীব্রতর হবে। যেকোনো মূল্যে ডিভিসির সদর দফতর বাংলা থেকে সরানো রুখবে বাংলা পক্ষ।

    ১. DVC তে বাঙালিদের হেড অফিস থেকে প্ল্যান্টে পাঠাচ্ছে, সদর দফতর বিহার-ইউপির লোক দিয়ে ভর্তি করছে।
    ২.বাঙালিদের প্রোমোশন অনৈতিক ভাবে আটকাচ্ছে, অন্যদিকে পরে থাকা বিহার-ইউপির লোকজনের পদোন্নতি হচ্ছে প্রতিনিয়ত।
    ৩. নতুন চাকরিতে বাঙালিদের নিচ্ছে না, ২০০৮ থেকে এই জিনিস শুরু হয়েছে।
    ৪. হিন্দিতে কাজে জোর দেওয়া হচ্ছে, বাধ্যতামূলক করা হচ্ছে। হিন্দিতে কাজ করলে সুযোগ সুবিধা বেশি। অফিসের সমস্ত বোর্ড শুধুমাত্র হিন্দিতে আছে।
    ৫. ড্যামের রক্ষণাবেক্ষণ না করায় প্রতিবছর অল্প বৃষ্টিতেই জল ছাড়ে। ডিভিসির কারণে প্রতি বছর বন্যায় ভাসে বাঙালি।
    ৬. অন্যান্য কেন্দ্র সরকারি কোম্পানীর মতো বাংলা থেকে থেকে ডিভিসির হেড অফিসও সরানোর চক্রান্ত চলছে।

    কর্মসূচীতে উপস্থিত ছিলেন কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চ্যাটার্জী, দক্ষিণ চব্বিশ পরগনার সম্পাদক প্রবাল চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চলের সম্পাদক পিন্টু রায়, উত্তর চব্বিশ পরগনা শিল্পাঞ্চলের সম্পাদক ইমতিয়াজ আহমেদ, উত্তর চব্বিশ পরগনা গ্রামীনের সম্পাদক দেবাশীষ দত্ত সহ বিভিন্ন জেলার সহযোদ্ধারা।