সোনার ঠাকুর কিনতে এসে প্রতারকদের হাতে আক্রান্ত

বাবলু হাসান লস্কর কুলতলী:  উত্তর ২৪ পরগনা থেকে এক ব্যক্তি দক্ষিণ ২৪ পরগনার কুলতলীতে আসে সোনার ঠাকুর কিনতে আসে এক ব্যক্তি৷ তাকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়৷ আক্রান্তের নাম অসীম হাওলাদার। তিনি উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার বানীপুর এলাকার বাসিন্দার৷ গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কুলতলী থানায় খবর দেয়। তাকে উদ্ধার করে জয়নগর কুলতলী গ্রামীন হাসপাতালে নিয়ে আসে কুলতলী থানার পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর,তার অবস্থার অবনতি হওযায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলী থানার পুলিশ৷

    কুলতলি এলাকায় দীর্ঘদিন ধরেই সোনার ঠাকুর বিক্রির নামে একাধিক প্রতারনার চক্র সক্রিয় ছিল। পরবর্তীতে কুলতলী থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার স্বপন বিশ্বাস প্রতিনিয়ত এলাকায় রুটিন মাপিক পুলিশ টহল দেওয়ায় প্রতারণা চক্র সক্রিয় হতে না পারায় অবশেষে পঞ্চায়েত নির্বাচনের পর প্রতারকরা সক্রিয় হয়ে ওঠে। তাতে অনেকেই প্রতারিত হচ্ছেন দিনের পর দিন৷ গত মাসেই একটি প্রতারণা চক্রকে হাতেনাতে ধরে কুলতলি থানার পুলিস৷ এদিন ফের একই ঘটনা ঘটায় এলাকায় উত্তেজনা ছড়ায়৷ পুলিশ ও আক্রান্তের বক্তব্যের সূত্র ধরে জানা গিয়েছে হাবড়ার বাসিন্দা অসীম হাওলাদারের সাথে কুলতলির জালাবেড়িয়ার বাসিন্দা আরিফ শেখের সোশাল মিডিয়ায় পরিচয় হয়৷ আরিফ শেখ সোনার ঠাকুর বিক্রির টোপ দেয়৷ কয়েকদিন আগে কুলতলিতে এসে সোনার ঠাকুর দেখেও যান অসীম বাবু৷ এদিন তার কেনার কথা ছিল৷ সেইমতো ব্যাগে লক্ষাধিক টাকা নিয়ে তিনি কুলতলিতে আসেন ৷ জামতলায় এলে সেখানে তার সাথে আরিফের দেখা হয়৷ আরিফ কুলতলি জালাবেড়িয়ার বাসিন্দার বলে জানা গিয়েছে৷ বাইকে করে অসীম বাবুকে নিয়ে জালাবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয় আরিফ৷ তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হলে সন্দেহ হয় অসীমের৷ তখন পালানোর চেষ্টা করেন৷ তখনই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় তার উপর । তার ব্যাগে থাকা ১ লক্ষ ২ হাজার টাকা নিয়ে অভিযুক্ত চম্পট দেন বলে দাবি আক্রান্তের।