|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- আগামী ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে এদিন বিকালে ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লক জেলা পরিষদ,পঞ্চায়েত সমিতি গ্রাম সভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হলো বাসুল ডাঙ্গা অঞ্চলে বিভিন্ন এলাকায়। এদিন উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী, টাউট তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌমেন তরফদার,শিক্ষক নেতা মইদুল ইসলাম,জেলার মহিলা সভানেত্রী মন্মহিনি বিশ্বাস অঞ্চল যুব সভাপতি মেহবুব হোসেন মোল্লা সহ অন্যান্য সকল তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। এই সভায় অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থক হাজির হয়েছিল।