পুরনিয়োগ দুর্নীতি মামলা: খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি তল্লাশি

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির স্ক্যানারে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বৃহস্পতিবার সকাল থেকে তাঁর মধ্যমগ্রামের মাইকেলনগরের বাড়িতে তল্লাশি চালাচ্ছে তারা। বাজেয়াপ্ত করা হয়েছে মন্ত্রীর পরিবারের সদস্যদের মোবাইল। এছাড়া কামারহাটি, টিটাগড়, বরানগর পুরসভার চেয়ারম্যান এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বাড়ি-সহ মোট ১২টি জায়গায় চলছে তল্লাশি অভিযান।

     

    সূত্রের খবর, অয়ন শীলের অফিস থেকে পাওয়া একাধিক নথিপত্র ঘেঁটে রথীন ঘোষের নাম উঠে আসে। কারণ, রথীনবাবু মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। ইডির দাবি, ২০১৪-১৮ সাল পর্যন্ত পুরসভায় নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের খোঁজও মিলেছে। কাদের টাকার মাধ্যমে চাকরি দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।