|
---|
ভাটপাড়া: আমাদের এই বিশাল জনসংখ্যার দেশে প্রত্যেকর আশ্রয় স্থল আছে তা নয়। প্রচুর মানুষ আছেন যারা গাছের তলায়, প্লাটফর্মে, বাসস্ট্যান্ডে রাত কাটান। এইসব গৃহহীনদের জন্য নির্মাণ হওয়া শান্তিনীড় ভাটপাড়ায় উদ্বোধন হলো আজ। পুরো প্রশাসক গোপাল রাউৎ উদ্বোধন করলেন আশ্রয়হীনদের থাকার বাসস্থান শান্তিনীড়।
ভাটপাড়া পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই শান্তি নীড় । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি অধিকর্তারা। আপাতত ৫০ জন আশ্রয়হীন দের থাকার ব্যবস্থা করা হয়েছে।