|
---|
নিজস্ব সংবাদদাতা :অবৈধ হোডিং নিয়ে সরব শিলিগুড়ি। গত নয় মাসে একের পর এক অবৈধভাবে হোডিং এর খপ্পরে শিলিগুড়ি। কাঞ্চনজংঘা ষ্টেডিয়াম যার দায়িত্ব শিলিগুড়ি পুরনিগম নিয়েছে তার আশেপাশের গোটা এলাকায় ছেয়ে গেছে হোডিং। খোদ মেয়র নিজে দাড়িয়ে জানিয়েছিলেন শিলিগুড়িতে জঞ্জালের সাথে সাথে মুক্ত করতে হবে হোডিং। তা হলে কিভাবে এত হোডিং শিলিগুড়িতে ছেয়ে গেল। বিশেষকরে ঝড় বৃষ্টির কারনে হোডিংগুলি পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে শহরে। এত হোডিং মনে হয় পশ্চিমবঙ্গের কোন শহরেই নেই, জানিয়েছেন বিজেপীর বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি জানিয়েছেন মেয়র প্রতিশ্রুতি দিয়েও এগিয়ে নিয়ে যেতে ব্যার্থ তাদের কাজকে। আর হোডিং তো এখন বিখ্যাত জিনিস শিলিগুড়ি শহরে। অবশ্য মেয়রের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এর মধ্যেই অভিযান চালানো হবে গোটা শিলিগুড়িতে। হোডিং মুক্ত শহর হবে শিলিগুড়ি জানিয়ে দিয়েছে পুরনিগম। শিলিগুড়িতে সবচাইতে বেশী হোডিং আছে বিধান মার্কেট এবং তার আশেপাশের এলাকাগুলিতে। মাঝে কয়েকবার চেষ্টা করা হয়েছিল শহরকে হোডিং মুক্ত করার কিন্তুু সেটা একেবারেই সম্ভব হয়ে ওঠে নি। শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকায় হোডিং হোডিং এ ছয়লাপ হয়ে দাড়িয়েছে। ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন বার বার নিষেধ করা হলেও যারা আবার হোডিং লাগিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেবে পুরনিগম। তবে হোডিং যন্ত্রনায় যেভাবে ঢেকে গেছে শিলিগুড়ি তাতে কিভাবে পুরসভা সেটাকে মুক্ত করতে পারে আপাতত সেদিকেই তাকিয়ে মানুষ।