|
---|
নিজস্ব সংবাদদাতা: ইলেকট্রিক তারের সংস্পর্শে এসে জখম হয় একটি গোল্ডেন ঈগল। ঘটনাটি করেছে ময়নাগুড়ি ব্লকের পানাবাড়ি এলাকায়।ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঈগলটিকে দেখবার পর বনদপ্তরকে খবর দেয় গ্রামবাসীরা।
রবিবার সকালে ইলেকট্রিক তারের সংস্পর্শে এসে আহত হয়ে পড়ে একটি ঈগল। গ্রামবাসীরা ঘটনাটি দেখবার পর বনদপ্তরকে খবর দেয়। বন্ডপ্তরের কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে , এরপর ইগলকে উদ্ধার করে লাটাগুড়িতে চিকিৎসার জন্য পাঠানো ব্যবস্থা করে। সুস্থ হলে তাকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।