|
---|
নিজস্ব সংবাদদাতা : আবার উত্তরবঙ্গে দুর্যোগের হাতছানি। হওয়া অফিস থেকে জানানো হয়েছে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার,জলপাইগুড়ি,কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এখানেই নয় দার্জিলিং ও কালিম্পংও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্যে বর্ষার প্রবেশ হয়েছে। শুরু থেকেই বর্ষা উত্তরবঙ্গে দুর্দান্ত ফর্মে! এবারে পাহাড়ে প্রথম থেকেই ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। দার্জিলিং , কালিম্পং সিকিম সহ অন্যান্য পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে মাঝে মাঝেই পাহাড়ী রাস্তায় ধ্বস নামার ঘটনা ঘটছে।
অপরদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের উপরের জেলা গুলিতে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।